শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘চাকরি বাঁচাতে চাইলে ফিরে যাও’ (ভিডিও)

news-image

নিজস্ব প্রতিবেদক : বকেয়া বেতন পরিশোধ করার দাবিতে বিক্ষোভ করেছেন রাজধানীর মেট্রোরেলে কাজ করা শ্রমিকরা। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মেট্রোরেল স্টেশনে বিক্ষোভ করেন তারা।

শ্রমিকদের বিক্ষোভ চলাকালে এসএমসিসি ও আইটিডি জেভির অ্যাডমিন ফখরুল ইসলাম বলেন, ‘চাকরি বাঁচাতে চাইলে কাজে ফিরে যাও। আগামীকালের মধ্যে বেতন হয়ে যাবে।’ ভুল তথ্য দিয়ে শ্রমিকদের আন্দোলনে নামানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

শ্রমিকরা জানান, তারা জুন মাসের শেষের কয়েক দিন ও আগস্টের বেতন পাননি। বেতন না পেয়ে মেস ভাড়া দিতে পারছেন না। এতে করে আরও অনেক ধরনের সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

জানা যায়, শ্রমিকরা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশন থেকে এসে প্রেসক্লাবের সামনে জড়ো হন। এ সময় সেখানে কাজ করা অন্য শ্রমিকদেরও আন্দোলনে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানান তারা। পরে দায়িত্বপ্রাপ্ত একজন এসে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে বেতন দেওয়ার কথা বললে শ্রমিকরা চলে যান।

তবে আন্দোলন থামিয়ে কাজে ফিরলেও চাকরি হারানোর আশঙ্কা করছেন অনেক শ্রমিক।

 

এ জাতীয় আরও খবর