রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগপত্র জমা দিলেন ইতালির প্রধানমন্ত্রী, গ্রহণ করলেন না প্রেসিডেন্ট

news-image

অনলাইন ডেস্ক : ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির পদত্যাগপত্র খারিজ করে দিলেন দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাতারেলা।

বৃহস্পতিবার সন্ধ্যায় দ্রাঘি জানান, তার জোট সরকার আস্থা হারিয়েছে। তাই তিনি পদত্যাগ করতে চান। সে অনুযায়ী, বৃহস্পতিবার রাতেই প্রেসিডেন্টের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন। এরপরই প্রেসিডেন্ট সার্জিও জানিয়ে দেন, পদত্যাগপত্র গ্রহণ করছেন না তিনি।

প্রেসিডেন্টের অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তাকে সংসদে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী সেনেটের আস্থা ভোটে জয়ী হয়েছিলেন। কিন্তু দ্রাঘির জোট সরকারের সঙ্গী ‘ফাইভ স্টার মুভমেন্ট’ এই ভোটে অংশ নেয়নি। এরপরই প্রধানমন্ত্রী জানিয়ে দেন, জোট সরকার আর ঐকমত্যে নেই। তিনি তার মন্ত্রিসভার সদস্যদের কাছে জানিয়ে দেন, রাতেই প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেবেন।

দ্রাঘির পদত্যাগপত্র যদি প্রেসিডেন্ট গ্রহণ করতেন তবে সেপ্টেম্বরের প্রথম দিকে ভোটের পথে হাঁটতে হতো ইতালিকে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর