রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বুথ থেকে বের হচ্ছে ৫ গুণ টাকা, তোলার হিড়িক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এটাকেই হয়তো বলে মেঘ না চাইতেই জল। যতো টাকা লেখা হচ্ছে তার পাঁচ গুণ টাকা বের হচ্ছে এটিএম মেশিন থেকে। কথাটি বিশ্বাস না হলেও এমন ঘটনা ঘটেছে ভারতের নাগপুরে। বিষয়টি জানাজানি হওয়ার পর টাকা তোলার হিড়িক পড়ে যায়।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, নাগপুরের কাছে অবস্থিত খাপরখেদা এলাকার একটি বেসরকারি ব্যাংকের এটিএম-এ ৫০০ টাকা তুলতে মেশিনে চাপ দেন। তখন ৫০০ টাকার বিপরীতে মেশিন থেকে ২৫০০ টাকা বের হয়। এ খবর ছড়িয়ে পড়লে মানুষের ভিড় করতে থাকেন ওই বুথের সামনে। এক পর্যায়ে ধস্তাধস্তিরও ঘটনা ঘটে। বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন ওই ব্যাংকেরই এক গ্রাহক। পরে তড়িঘড়ি করে পুলিশ ঘটনাস্থলে এসে এটিএম বুথটি বন্ধ করে দেয়। খবর দেওয়া হয় ব্যাংকেও।

এরপর ব্যাংক কর্তৃপক্ষ এটিএম মেশিনটি পরীক্ষা করে দেখতে পান, গুজব নয়, সত্যিই পাঁচ গুণ টাকা বের হচ্ছে যন্ত্রটি থেকে।

বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, প্রযুক্তিগত ত্রুটির কারণের জন্যই এমন ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কারও নামে অভিযোগ করেনি পুলিশ।

 

এ জাতীয় আরও খবর