রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভাওয়াল এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার রাজেন্দ্রপুর স্টেশনে ঢোকার সময় ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। এতে বিভিন্ন স্টেশনে তিনটি ট্রেন আটকে পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

রাজেন্দ্রপুর স্টেশন সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনা কবলিত বগি সরানোর পর দুপুর সোয়া ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সকালে রাজেন্দ্রপর স্টেশনের মাস্টার খাইরুল ইসলাম জানান, ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি রাজেন্দ্রপুর স্টেশনে ঢোকার সময় ইঞ্জিনের পেছনের দুটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ১ নম্বর লাইন ও মেইন লাইন বন্ধ হয়ে যায়।

এ দুর্ঘটনার পর ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ স্টেশনে, জামাল কমিউটার ট্রেনটি শ্রীপুর স্টেশনে এবং মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি ভাওয়াল গাজীপুর স্টেশনে আটকে পড়ে বলে জানিয়েছিলেন শ্রীপুরের স্টেশন মাস্টার হারুন অর রশিদ।

 

এ জাতীয় আরও খবর