শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাভারে বাস আটকে দিলো শিক্ষার্থীরা

news-image

সাভার প্রতিনিধি : সাভারে শিক্ষার্থীর কাছ থেকে হাফ ভাড়া না নেয়া ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গুলিস্তান-ধামরাই পরিবহনের ১৫টি বাস আটকে রাখে শিক্ষার্থীরা। বুধবার সকাল সোয়া ৯টা থেকে ঢাকা-আরিচা সড়কের সাভার থানাস্ট্যান্ড এলাকায় বাস আটকে রাখা হয়।

শিক্ষার্থীরা জানায়, মঙ্গলবার কলেজ ছুটির পর সাভার সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার প্রথম বর্ষের ছাত্র কাজল সাভারের থানাস্ট্যান্ড থেকে নবীনগর নিরিবিলি বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য গুলিস্তান-ধামরাই পরিবহনের একটি বাসে ওঠে। বাসের হেলপার ভাড়া চাইলে অর্ধেক ভাড়া দিতে চায় কাজল। এ সময় স্টুডেন্ট ভাড়া না নিয়ে তাকে ভয়-ভীতি দেখায় এবং নিরিবিলিতে না নামিয়ে ধামরাই স্ট্যান্ডে নামিয়ে দেয়। আজ এ ঘটনা সহপাঠীদের বললে ওই পরিবহনের ১৫টি বাস আটক করে শিক্ষার্থীরা।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, শিক্ষার্থীরা মহাসড়কের পাশে বাসগুলো আটকে রেখেছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থী ও বাসের মালিক পক্ষসহ বসা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর