শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা থেকে কক্সবাজারে ট্রেন যাবে আগামী বছরের জুনে

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী বছরের জুনে ঢাকা থেকে ট্রেনে করে কক্সবাজারে যেতে পারবেন যাত্রীরা বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আজ রোববার রেল ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুতে সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থার চুক্তিসই অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আপনারা জেনে আনন্দিত হবেন আগামী বছরের জুন থেকেই ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল চালু হবে।

এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৭ সালে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ নির্মাণের লক্ষ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে রেলওয়ের চুক্তি হয়। এর মধ্যে দুটি লটে দুটি চায়না ও দুটি দেশীয় ঠিকাদারী প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। এর মধ্যে একটি লটে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিআরইসি) এবং বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি। অপর লটে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন (সিসিইসিসি) ও দেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে।

 

এ জাতীয় আরও খবর