সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি থেকে সাক্কু ও নিজাম আজীবন বহিষ্কার

news-image

নিজস্ব প্রতিবেদক : দলীয় সিদ্ধান্ত অমান্য করে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ায় মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সারকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিএনপি।

দলের নেতাদের সাথে কথা বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার এই সিদ্ধান্ত দেন। পরে আজ সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে সাক্কু ও কায়সারকে বহিষ্কারের চিঠি পাঠিয়ে দেওয়া হয়।

বহিষ্কারের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আমাদের সময়কে জানান,দলীয় সিদ্ধান্ত অমান্য করায় মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সারকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

এর আগে কুমিল্লা মহানগরীর শিল্পকলা একাডেমিতে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী ৬ বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করেন। তাদের মধ্যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও সদ্যবিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু (স্বতন্ত্র) ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন কায়সার রয়েছেন। গত ১৭ মে মনোনয়নপত্র জমা দেন তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম জানান, ‘দলীয় শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ডে জড়িত থাকায় মনিরুল হক সাক্কুকে বিএনপি’র সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিস্কার করা হয়েছে। এখন থেকে দলের নেতাকর্মীদেরকে তার সাথে কোন ধরণের যোগাযোগ না রাখার অনুরোধ করা হল।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, দলীয় নির্দেশনা অমান্য করার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে নিজাম উদ্দিন কায়সারকে সংগঠনের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?