শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা, বিজেপিতে কোন্দল শুরু

news-image

অনলাইন ডেস্ক ঃ: ভারতের ত্রিপুরায় বিপ্লব দেবের পদত্যাগের পর নতুন মুখ্যমন্ত্রী হলেন মানিক সাহা। আজ শনিবার বিকেলে বৈঠক শেষে সমস্ত জল্পনা উড়িয়ে ত্রিপুরার রাজ্যসভার সাংসদ মানিক সাহার নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে বিজেপি।

এদিকে, নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্য বিজেপিতে কোন্দল দেখা দিয়েছে।মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার নাম ঘোষণার সঙ্গে বৈঠকেই চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। দলটির কেন্দ্রীয় নেতৃত্বের সামনেই নতুন মুখ্যমন্ত্রীকে ধাক্কা দেন ত্রিপুরা রাজ্য কারামন্ত্রী রামপ্রসাদ পাল।

তবে সেই সব ক্ষোভ-বিক্ষোভকে উড়িয়ে নতুন পদে শপথ দিতে রাজভবনের উদ্দেশে রওনা দিয়েছেন মানিক সাহা। ইতিমধ্যে তাঁকে অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার সদ্য সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

মানিক সাহা কংগ্রেস ছেড়ে ২০১৬ সালে বিজেপিতে যোগ দেন চিকিৎসক মানিক সাহা।বিপ্লব দেবের হাত ধরেই দ্রুতগতিতে তার রাজনৈতিক উত্থান হয়। ২০১৮ সালের নির্বাচনে তাকে টিকিট দেয়নি দল।তবে দেড় মাস আগে তিনি রাজ্যসভার সদস্য হন।

বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হলে ত্রিপুরা রাজ্য বিজেপির সভাপতি হন মানিক সাহা। এরপর ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনেরও সভাপতি হন তিনি।

আজ শনিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন বিপ্লব দেব। তবে তিনি ঠিক কী কারণে পদত্যাগ করেছেন তা জানা যায়নি।

তবে বিপ্লবের কথায় ইঙ্গিত মিলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই তিনি পদত্যাগ করেছেন।পদত্যাগের চিঠি রাজ্যপালকে জমা দেওয়ার পরে বিপ্লব বলেন, ‘দল আমাকে যেখানে যে কাজের জন্য ভাববে, আমি তাতেই রাজি।’

বিপ্লব কিছু না বললেও বিজেপি সূত্রে জানা গেছে, পদত্যাগের আগে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা হয়েছে তার। গতকাল শুক্রবার তিনি দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। এরপর টুইট করে জানিয়েছিলেন, আগামী দিনে দল তাকে সাংগঠনিক কাজে ব্যবহার করবে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)