শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে চলছিল ইয়াবা ব্যবসা

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার শাজাহানপুরে ৮০০টি ইয়াবাসহ মোমিনুল ইসলাম ওরফে শাওন নামে এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে গ্রেপ্তারকৃত মোমিনুল ইসলাম ওরফে শাওনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার শাওন (৩২) উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর টিকাদারপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, মোমিনুল ইসলাম ওরফে শাওন তার নিজ বসতবাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে মানুষের গতিবিধি লক্ষ্য করে নিরাপদে মাদক ব্যবসা করে আসছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালালে, সিসি ক্যামেরায় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাওন পালানোর চেষ্টা করে।

এসআই বলেন, এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৮০০টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া শাওনের কাছে থাকা ১৩ হাজার ৬০০ টাকা ও তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান, শাওনের বিরুদ্ধে মামলা করা শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর