শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই সিম ব্যবহারে বাংলাদেশ দ্বিতীয়

news-image

প্রযুক্তি ডেস্কদুই সিম স্লটের ফোন উন্নয়নশীল দেশগুলোতে দারুণ জনপ্রিয়। এসব দেশের অনেকেই খরচ বাঁচাতে একাধিক সিম কার্ড ব্যবহার করেন। যে সিমে কথা বলার খরচ কম সে সিমটিও যেমন তাঁর কাছে থাকে তেমনি যে সিমে ডেটা খরচ কম সেরকমও একটি সিমও তারা মোবাইলে রাখে। কোয়ার্টজ ডটকম তাঁদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওপেনডেটার তথ্য ব্যবহার করে কোয়ার্টজ একাধিক একাধিক সিম কার্ড ব্যবহারকারী ২০ টি দেশের তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ। এখানে একাধিক সিমের ফোন ব্যবহারকারীর হার দেখানো হয়েছে ৬৩ শতাংশ। একাধিক সিম ব্যবহারের দিক থেকে শীর্ষে রয়েছে নাইজেরিয়া। সেখানে এই হার ৬৬ শতাংশ। শীর্ষ ২০টি দেশের তালিকায় বাংলাদেশের পরে রয়েছে তানজানিয়া, গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, ইউক্রেইন, আর্মেনিয়া, ফিলিপাইনস, ভারত, পাকিস্তান, জ্যামাইকা, লাওস, আইভরি কোস্ট, থাইল্যান্ড, মিয়ানমার, ইন্দোনেশিয়া, সুরিনেম, বেলারুশ ও সেনেগাল।

এ জাতীয় আরও খবর