বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সকালে ফাঁকা, বিকেলে ঢাকার রাস্তায় গাড়ির চাপ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদের ছুটি শেষ হলেও এখনো চিরচেনা যানজটের রূপে ফেরেনি রাজধানী ঢাকা। শনিবার (৭ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন রাস্তা ফাঁকা দেখা গেছে। পল্টন, মৎস্য ভবন, শাহবাগ, কাওরান বাজার, বাড্ডা, মালিবাগ, সায়েন্সল্যাব এলাকায় যানবাহন চলছে একেবারেই কম। এদিন সড়কে ব্যক্তিগত গাড়িও কম দেখা গেছে।

তবে রাজধানীর প্রবেশ পথগুলো ও বাস টার্মিনাল এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন বাড়তে দেখা গেছে। গুলিস্তান, মহাখালী, সায়েদাবাদ টার্মিনালে কিছুটা যানজট চোখে পড়েছে। বিকেলের দিকে রামপুরা-বাড্ডা রুটেও বেড়েছে যানবাহন।

গাবতলী থেকে সায়েন্সল্যাব, ফার্মগেট, শাহবাগ হয়ে পল্টনে নামেন একজন যাত্রী। তিনিবলেন, ‘আজ থেকে আমার অফিস খুলেছে। গাবতলী থেকে বাসে উঠেছি। ভাবছিলাম জ্যাম হবে। তবে গাবতলী থেকে এত দ্রুত পল্টন চলে আসবো ভাবতেই পারিনি। অন্য সময়ে এ পথ পাড়ি দিতে তো ঘণ্টা দুয়েকের ঘুম দিতাম।’

গাবতলী থেকে বৈশাখী পরিবহনে গুলশান-বাড্ডা লিংক রোডে আসা দিন ইসলাম বলেন, ‘সারা বছর যদি এমন ফাঁকা থাকতো, ভালোই হতো। আজ এ রাস্তায় আসতে যে সময় লেগেছে, অন্যান্য সময়ে এর চেয়ে চারগুণ বেশি সময় লাগে।’

এদিকে, সারাবছর ব্যস্ত থাকা এসব সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশকেও দেখা গেছে কিছুটা আরাম করতে। নাম প্রকাশ না করা শর্তে ট্রাফিক পুলিশের একজন সদস্য জাগো নিউজকে বলেন, ‘কাল-পরশু থেকে আমাদের কষ্ট শুরু হবে। এ দুদিন গাড়ির চাপ কম। একটু বিশ্রামও করা যাচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে সংযত করতে পেরেছি; সংসদে প্রধানমন্ত্রী

পুলিশ হেফাজতে মৃত্যু : ওসি, ডাক্তার ও জেল সুপারের বিরুদ্ধে মামলা

দুই পোলিং এজেন্টসহ তিনজনকে কারাদন্ড

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে মুসলিম দেশগুলোর ঐক্য প্রয়োজন : প্রধানমন্ত্রী

দেশে নতুন করে গুমের সংখ্যা বাড়ছে : রিজভী

ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে বাধা নেই

সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ কোম্পানি

বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা

দলে ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য

ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ : সিইসি