সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্বশুরের লাশ উদ্ধার, পুত্রবধূ আটক

news-image

নিজস্ব প্রতিবেদক,বগুড়া : বগুড়ার গাবতলীতে এজাদুল হক (৫০) নামের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এজাদুলের পুত্রবধূকে জিজ্ঞাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে গাবতলী থানার সোনারায় ইউনিয়নের বালুয়াহাটা দড়িপাড়া এলাকা থেকে এজাদুল হককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এজাদুল হক গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের খুপী গ্রামের বাসিন্দা।

এজাদুলের ছেলে রুহুল আমিন বলেন, বুধবার রাত ১১টা পর্যন্ত তার বাবা বাড়িতে না ফিরলে বিভিন্ন স্থানে সন্ধান করতে থাকেন। রাত ৩টার দিকে বালুয়াহাটা দড়িপাড়া গ্রামে শ্বশুর লুৎফর রহমানের বাড়ির কাছে একটি কাঁঠাল বাগানে অচেতন অবস্থায় তার বাবার সন্ধান পান। পরে পুলিশে সংবাদ দিলে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে জরুরি বিভাগে ভর্তির আগেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রুহুল আমিন অভিযোগ করে বলেন, তার স্ত্রী সামছুন্নাহারকে নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিরোধ চলে আসছিল। সেই জের ধরে শ্বশুরবাড়ির লোকজন তার বাবাকে ডেকে নিয়ে গিয়ে কৌশলে বিষ প্রয়োগে হত্যা করেছে।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত বলা যাচ্ছে না। উভয় পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এজাদুলের পুত্রবধূ সামছুন্নাহারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?