রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষক হৃদয় মণ্ডলের মুক্তির দাবিতে রাজপথে শিল্পীরা

news-image

বিনোদন প্রতিবেদক : ধর্ম অবমাননার’ অভিযোগে কারাগারে আছেন মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। তার মুক্তি ও সাম্প্রদায়িক অপশক্তি প্রতিরোধের দাবিতে আজ শনিবার প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ পথনাটক পরিষদ। বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সামনে এটি অনুষ্ঠিত হয়।

এতে সংহতি প্রকাশ করে অভিনয় শিল্পী সংঘ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, আই টি আই বাংলাদেশ কেন্দ্র, আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ, চারু শিল্পী সংসদসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।

বিষয়টি নিয়ে পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহাম্মদ গিয়াস বলেন, ‘বিজ্ঞানের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের মুক্তি ও সাম্প্রদায়িক অপশক্তি প্রতিরোধের দাবিতে আমাদের এই সমাবেশ। এখানে প্রায় সকল সাংস্কৃতিক সংগঠন আমাদের সঙ্গে একত্মতা প্রকাশ করেছেন। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছি।’

আয়োজনে বক্তব্য রাখেন নাট্যজন মামুনুর রশীদ, ঝুনা চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, গণশিল্পী সমন্বয় পরিষদের মানজারুল চৌধুরী, আবৃত্তি সমন্বয় পরিষদের রফিকুল ইসলাম। এতে স্বরচিত কবিতা পাঠ করেন অনিকেত রাজেশ। পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিতে এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক আহাম্মদ গিয়াস।

 

এ জাতীয় আরও খবর