শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : বিতর্কিতদের দিয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি করায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা বিএনপির দুই শীর্ষ নেতার অপসারণ ও কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ মার্চ) দুপুরে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. ইয়াকুব ও তার অনুসারীরা এ কর্মসূচি পালন করেন। মিছিলটি নোয়াগাঁও
গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত প্রতিবাদে সভায় লিখিত বক্তব্যে নোয়াগাঁও
ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. আশেক মিয়া। তিনি বলেন, গত বছরের
২২ আগস্ট আমরা ফেসবুক পোস্ট থেকে জানতে পারি বিতর্কিত দুই ব্যক্তি হারুন অর
রশীদকে আহ্বায়ক ও আতাহার হোসেনকে সদস্য সচিব করে নোয়াগাঁও ইউনিয়ন
বিএনপির কমিটি অনুমোদন দেয় উপজেলা বিএনপি। এ নিয়ে উপজেলা বিএনপির
আহ্বায়কের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সদস্য সচিবের চাপে তিনি কমিটি অনুমোদন করেছেন। এই কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের অন্তর্ভূক্ত করার আবেদন জানালেও তা আমলে নেননি। এ নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
আশেক মিয়া আরও বলেন, বিতর্কিতদের দিয়ে কমিটি গঠনের বিষটি কেন্দ্রীয় বিএনপিকে
অবহিত করা হয়েছিল। রোববার (২০ মার্চ) কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয়
সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়ার নেতৃত্বে একটি টিম সরাইল এসেছে। এই
টিম আমাদের সাথে আলোচনা করার কথা ছিল। কিন্তু রহস্যজনক কারণে তারা আমাদের
সাথে কথা বলেনি।
এদিকে, একই দাবিতে সরাইল উপজেলার চুন্টা ও অরুয়াইল ইউনিয়নেও বিএনপির
পদবঞ্চিতরা বিক্ষোভ করেছেন। সেখানেও কেন্দ্রীয় নেতৃবৃন্দ যায়নি।

এ জাতীয় আরও খবর