সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় তিন খুনের মামলায় ৯ জনের ফাঁসি, একজনের আমৃত্যু কারাদণ্ড

news-image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে জমি নিয়ে বিরোধে আলোচিত তিন খুনের মামলায় আট বছর পর রায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড এবং একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক হাসান মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী মো. মোজাহার আলী হোসেন এ তথ্য জানিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উজালপুর গ্রামের সাইদুল ইসলাম,আইজুল হক, হেলাল হোসেন, জালাল হোসেন, বেলাল হোসেন, জায়েদ আলী, আবুল হোসেন, মোস্তফা ও সোহাগ আলী। তাদের মধ্যে সাইদুল, জায়েদ ও সোহাগ পলাতক রয়েছেন। অন্যরা রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। আমৃত্যু কারাদণ্ড হয়েছে আসামি হাসেম আলীর।

মামলার বিবরণে জানা গেছে, জমির দখল নেওয়া কেন্দ্র করে ২০১৪ সালের ৬ জুন দেশিয় অস্ত্র নিয়ে শহিদুল ইসলাম, আমজাদ হোসেন ও আব্দুল ওয়াদুদের ওপর হামলা চালিয়ে প্রতিপক্ষের লোকজন তাদের তিনজনকে হত্যা করে। এ ঘটনায় শহিদুলের ছেলে বাদী হয়ে পরের দিন ২৪ জনের নামে বদলগাছী থানায় মামলা করেন। আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার আগেই দুই আসামি মারা যান। ২০২১ সালের ৫ ডিসেম্বর ২০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা। এর দুদিন পর সাক্ষ্যগ্রহণ শুরু হয়।মামলাটিতে বাদী ও বিবাদী পক্ষের ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর শহিদুলের ছেলে ফরহাদ হোসেন বলেন, ‘রায়ে আমরা খুশি। অবিলম্বে সাজা কার্যকর হলে বাবা, চাচা ও মামার আত্মা শান্তি পাবে।’

আসামিপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘রায়ে আমরা সংক্ষুব্ধ।৯ জনকে ঢালাওভাবে মৃত্যুদণ্ডের আদেশ সঠিক হয়নি।রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?