শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৯৮৪ সালের আইফোন!

news-image

প্রযুক্তি ডেস্ক : স্টাইলিশ ডিজাইন এবং সৃজনশীলতার জন্য অ্যাপলের স্মার্টফোন তথা আইফোনের বেশ নামডাক আছে। শুধু আইফোন নয়, অ্যাপলের প্রায় সব ধরণের ডিভাইসই বেশ স্টাইলিশ।

তবে আজ থেকে ৩০ বছর আগে যদি অ্যাপল স্মার্টফোন তৈরি করতো, তাহলে সেটি দেখতে কেমন হতো? আপনি কি কখনও ভেবে দেখেছেন? আপনি না ভাবলেও ভেবেছেন ডিজাইনার পিয়েরে ক্যারভ্যু। তিনি দেখিয়েছেন ১৯৮৪ সালে বাজারে আসলে একটি আইফোন দেখতে কেমন হতো।
তার মতে, এটি দেখতে হতো অনেকটা আইপড ক্ল্যাসিকের মতো, থাকতো রাউন্ড ডায়াল, সাথে মনোক্রোম ডিসপ্লে।

এ জাতীয় আরও খবর