শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এক মেসেজেই আইফোন বন্ধ!

news-image

প্রযুক্তি ডেস্কবিশেষ একটি মেসেজ বা বার্তা খোলার বিষয়ে আইফোন ব্যবহারকারীদের সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। অ্যাপলের আইমেসেজ প্ল্যাটফর্মে নতুন একটি বাগ বা সফটওয়্যার ত্রুটি দেখা যাচ্ছে যাতে একটি নির্দিষ্ট বার্তা এলে আইফোন বন্ধ হয়ে যাচ্ছে। ইংরেজি ও আরবি ভাষায় লেখা এই বার্তাটি ফোনকে রিবুট করাতে পারে এবং এর দীর্ঘমেয়াদি প্রভাবটি এখনো পরিষ্কার নয়। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডার এ তথ্য জানিয়েছে। 

বার্তাটি ফোনে এলে তা ঠিক করার পথ হচ্ছে সেটিংস অ্যাপ্লিকেশনে গিয়ে নোটিফিকেশন ট্যাবে যেতে হবে। এরপর মেসেজ থেকে ‘শো অন লোকাল স্ক্রিন অ্যান্ড আন্ডার’ স্লাইডার অ্যালার্ট স্টাইলটি বন্ধ করতে হবে। এরপর আনলক হবে তখন ‘নান’ করে নিতে হবে। 

অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমস্যাটি তাদের দিক থেকে হচ্ছে না। তবে প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ফোরামে বিষয়টি আলোচনা হচ্ছে। এই সমস্যা সমাধান করার চেষ্টা করছে অ্যাপল।

এ জাতীয় আরও খবর