শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তামিল গেরিলার গল্প নিয়ে সিনেমা কান উৎসবের সেরা

news-image

ডেস্ক রিপোর্ট : রোববার মাঝরাতে ৬৮তম কান চলচ্চিত্র উৎসবের শেষদিনে এই পুরস্কার ঘোষণা করা হয়। ধীপান সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে শ্রীলঙ্কার গৃহযুদ্ধের পর দেশ ছেড়ে আসা শরণার্থীর জীবনের গল্পকে ঘিরে।

আমেরিকান চিত্রনির্মাতা জোয়েল এবং ইথান কোয়েনের নেতৃত্বে জুরি বোর্ড এই চলচ্চিত্রটিকেই সেরা বলে বেছে নেয়ার বিষয়টি ছিল অনেকটাই অপ্রত্যাশিত।
হাঙ্গেরির লাজলো নেমেসের সিনেমা সন অফ সৌল জিতেছে দ্বিতীয় সম্মানজনক পুরস্কার গ্রাঁ প্রি । সেরা অভিনেতা ভিনসেন্ট লিনডন। যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন রুনি মারা এবং ইমানুয়েল বারকো। সেরা চলচ্চিত্র ধীপানে সাবেক একজন তামিল টাইগার গেরিলার কথা উঠে এসেছে।

সম্মাননা ঘোষণার পর নির্মাতা অদিয়ার বলেন, ‘কোয়েন ভাইদের কাছ থেকে পুরস্কার প্রাপ্তি নি:সন্দেহে বিশেষ আলাদা একটি ব্যাপার। আমি অত্যন্ত আবেগাপ্লুত। এই মুহূর্তে আমার বাবার কথা মনে পড়ে যাচ্ছে’।
তবে হাই হিল বিতর্কের কারণে একধরনের নেতিবাচক ছায়া পড়েছে এবারের আসর ঘিরে। উঁচু হিলের জুতো পরে না আসায় অনেকেই আসরে ঢুকতে পারেননি বলে অভিযোগ উঠেছে। প্রযোজক ভ্যালেরিয়া রিখটারের বাঁ পায়ের কিছু অংশ কেটে ফেলতে হয়েছে। তাকেও হাইহিল না পরায় নিরাপত্তারক্ষীরা ঢুকতে দেননি বলে তিনি জানিয়েছেন।

যদিও অফিশিয়াল ড্রেস কোডে হাইহিল পরার বিষয়ে বাধ্যবাধকতা ছিল না বলে দাবি করেছে আয়োজকরা।

সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর