শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লিবিয়ায় অবৈধ ৬০০ অভিবাসী আটক

news-image

লিবিয়ায় আফ্রিকার ৬০০ অবৈধ অভিবাসীকে আটক করেছে যারা ইউরোপে পাড়ি দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। শনিবার দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করেছে। লিবিয়ার কোস্টগার্ড জানায়, ত্রিপোলিতে ব্যাপক অভিযান চালিয়ে এসব অভিবাসীকে আটক করা হয়। এ সময় টেলিযোগাযোগের সরঞ্জামও উদ্ধার করা হয়। এসব অভিবাসীকে ত্রিপোলির বন্দীশিবিরে বসিয়ে রাখা হয়েছে। তবে তাদের খাবার ও পানি দেয়া হয়েছে। লিবিয়ার রয়েছে ১,৭৭০ কিলোমিটার সমুদ্রসীমা। লিবিয়ার উপকূল থেকে ৩০০ কিলোমিটার দূরেই ইতালির ল্যাম্পেদুসা দ্বীপ। আফ্রিকার বহু অভিবাসী লিবিয়া হয়ে এই ল্যাম্পেদুসায় অবতরণ করেন। ২০১১ সালের অভ্যুত্থানের পর থেকেই লিবিয়ায় এই মানবপাচার ব্যবস্থা জমজমাট।

লিবিয়ায় এখন দুটি সরকার। তবে রাজধানী ত্রিপোলি যারা শাসন করছে তারা আন্তর্জাতিক সমর্থন পায়নি। উভয় সরকারই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে।

সূত্র: এএফপি
 

এ জাতীয় আরও খবর