বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ভারতে দিনে নারী পূজা আর রাতে গণধর্ষণ’ মন্তব্যে বিপাকে বীর

news-image

অনলাইন ডেস্ক : একই ভারতের দুই রূপের কথা শুনিয়ে বিজেপিসহ অনেক ভারতীয়র রোষানলে পড়েছেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান বীর দাস। ওয়াশিংটনের মঞ্চে নিজের একটি শোয়ে বীরের শ্লেষাত্মক মন্তব্যে ফুটে উঠেছে দেশের নারীদের প্রতি দু’মুখো ব্যবহারের ছবি।

বীরের ওই চাঁচাছোলা কটাক্ষ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক আক্রমণাত্বক মন্তব্য ধেয়ে এসেছে তার দিকে। এমনকি দেশকে অপমান করার অভিযোগে দিল্লির তিলক মার্গ থানায় বীরের বিরুদ্ধে এফআইআর-ও করেছে বিজেপি। আবার দেশের বাস্তব চিত্র তুলে ধরার জন্য অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বীরকে।

আমেরিকার ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারে ‘আই কেম ফ্রম টু ইন্ডিয়াস’ নামে তার নিজের শোয়ে বীরের মন্তব্য ছিল, ‘আমি এমন ভারতের বাসিন্দা, যেখানে আমরা দিনে নারীদের দেবী রূপে পূজা করি এবং রাতে তাদেরই গণধর্ষণ করি।’ শুধু তা-ই নয়, করোনার বিরুদ্ধে লড়াই, কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন, ধর্ষণের মামলাসহ একাধিক সমস্যার কথাও তুলে ধরেছেন তিনি ওই শোয়ে।

সেই শো এর একটি ভিডিও ইউটিউবে শেয়ার করতেই তার বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। বীরের বিরুদ্ধে থানায় গিয়েছেন দিল্লি বিজেপি-র মুখপাত্র আদিত্য ঝা। অভিযোগ পত্রের সঙ্গে বীরের বিরুদ্ধে টুইটে আদিত্য লিখেছেন, ‘অন্য দেশে গিয়ে আমাদের জাতিকে কেউ অপমান করবে, তা বরদাস্ত করা হবে না।’ সমালোচনায় সরব হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বীরের উদ্দেশে টুইটারে কঙ্গনা লিখেছেন, ‘আপনি যখনই ভারতীয় পুরুষদের গণধর্ষণকারী বলে তুলে ধরছেন, তখনই বিদেশে তার উৎসাহ দেওয়া হচ্ছে। এ ধরনের মন্তব্যের জন্য আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।’

আবার অনেকেই দ্বিমত পোষণ করেছেন। তাদের মতে, বীরের শোয়ে রাজনীতি, ধর্ম, ক্রীড়ার মতো বহু ক্ষেত্রেই এ দেশের দ্বিচারিতার ছবি ফুটিয়ে তুলেছেন তিনি। বীরের সাহসী মনোভাবের তারিফ করেছেন তারা। তবে সামলোচনার মুখে পড়ে মুখ খুলেছেন স্বয়ং বীর।

তিনি লিখেছেন, এই শোতে ভারতের দ্বিচারিতা নিয়ে শ্লেষাত্মক ছবি তুলে ধরা হয়েছে। ভারতে দুই দিকই রয়েছে, ঠিক যেমনটা অন্য দেশেও থাকে। একটা অন্ধকার, অন্যটা আলোর দিক। একটা ভালো, অন্যটা মন্দ যে ভাবে সব কিছুর মধ্যে লুকিয়ে থাকে।

 

এ জাতীয় আরও খবর

মাথায়-পেটে গুলি, আ.লীগ নেতার মৃত্যু

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি গুলি করে হত্যা: আসামির ৫ দিনের রিমান্ড

১৭ জনের কোন দু’জন বিশ্বকাপে বাদ

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

দেশের উন্নয়ন-অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ : ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে : শিক্ষামন্ত্রী

জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব

হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতার ভাগনে

অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে গেল রেললাইন

উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই : ইসি আলমগীর

এই গরমে খাদ্যে বিষক্রিয়া হলে করণীয়