সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাসে ছাত্রীর সামনে পর্নোগ্রাফি ভিডিও চালিয়ে যুবক কারাগারে

news-image

সিলেট প্রতিনিধি : বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে উত্যক্ত করার ঘটনায় এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে ওসমানীনগরের সীমান্তবর্তী শেরপুর মুক্তিযুদ্ধ চত্বরে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

দণ্ডপ্রাপ্ত মাহবুবুর রহমান (২৬) সুনামগঞ্জের জগন্নাথপুরের স্বজনশ্রী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ওই ছাত্রী সোমবার রাতে চট্টগ্রাম থেকে সৌদিয়া পরিবহনের একটি বাসে করে সিলেটে আসছিলেন। বাসটির বি-৪ সিটে বসা ছিলেন যাত্রী মাহবুবুর। তার পেছনের ই-৪ সিটে বসা ছিলেন ওই ছাত্রী। সামনের সিটে বসা মাহবুবুর এক পর্যায়ে তার সিটের স্প্রিং সুইচ টেনে পেছনে হেলিয়ে দেন। পরে তিনি তার মোবাইল ফোনে পর্নোগ্রাফি ভিডিও চালিয়ে দেখতে থাকেন এবং ছাত্রীর দিকে বারবার তাকিয়ে অশোভন অঙ্গভঙ্গি করেন। ওই তরুণী এর প্রতিবাদ করেন। বিষয়টি নিয়ে বাগবিতণ্ডা হলে ওই ছাত্রীকে সিট বদলে আরেক নারীর পাশের আসনে বসানো হয়।

বাসটি আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে এসে পৌঁছালে গাড়িতে হট্টগোল বাঁধে। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হয়। চালক ও যাত্রীরা পুলিশকে জানান, মাহবুবুর এবং একজন বিশ্ববিদ্যালয় ছাত্রী গাড়ির ভেতর হট্টগোল করছেন। গাড়ির বি-৪ সিটে বসা যাত্রী মাহবুবুর শেরপুরে নামতে চাইলে ই-৪ সিটে বসা ওই ছাত্রী তাকে নামতে দিচ্ছিলেন না।

এ সময় ওই শিক্ষার্থী পুলিশের কাছে অভিযোগ করেন, মাহবুবুর তার সিটের স্প্রিং সুইচ টেনে সিট পেছনে নিয়ে ওই ছাত্রীকে মোবাইলে থাকা অশ্লীল ভিডিও দেখতে বাধ্য করেছেন।

পরে ঘটনার সত্যতা পাওয়ায় মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের ভ্রাম্যমাণ আদালত মাহবুবুর রহমানকে কারাদণ্ড দেন।

শেরপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন বলেন, আদালত সাজা দেওয়ার পর ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?