সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার পদত্যাগ ছাড়া কোনো নির্বাচন হবে না : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার বিকেলে পুরান ঢাকার নয়াবাজারে এক কর্মীসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে দেখেছি কীভাবে তারা জোর করে ফলাফল ঘোষণা করেছে। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেখেছি। পদত্যাগ করেন, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। তা না হলে দেশের জনগণ আপনাদের বিদায় করবে।’

নেতাকর্মীদের ওপর নির্যাতনের বর্ণনা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের ওপর ১৫ বছর ধরে নির্যাতন চলছে। ৩৫ লাখ নেতাকর্মীকে ১ লাখের ওপরে মামলা দেওয়া হয়েছে। পাঁচ শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। ধরে নিয়ে গুলি করে পঙ্গু করা হয়েছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে।’

নয়াবাজারে নবাব ইউসুফ মার্কেটে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের কর্মীসভায় যোগ দেন দলের মহাসচিব। এ সময় তিনি বলেন, ‘এখানে আসার আগে শুনলাম বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছে। এরা কত ছোট ও সংকীর্ণ মনের হতে পারে। এদের সময় শেষ হয়ে এসেছে, আর চিন্তার কারণ নেই। জনগণের বিজয় হবেই। নেতাকর্মীদের বলব, আপনারা সংগ্রামের জন্য প্রস্তুত হোন।’

জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘প্রতিটি জিনিসের দাম দাম হু হু করে বাড়ছে। কোথাও কারও নিরাপত্তা নেই। মানুষকে শান্তি দেওয়ার ব্যাপারে সরকারের নজর নেই। তাদের নজর হচ্ছে জনগণের পকেট কাটার দিকে।’

কর্মী সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু, সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?