রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিশুটির কান্না থামছেই না

news-image

গাজীপুর সদর প্রতিনিধি : বয়স আনুমানিক পাঁচ মাস। পৃথিবীর সঙ্গে এখনো তেমন কোনো পরিচয় ঘটেনি। তার অবাক চাহনিতে যেন শুধু মায়েরই খোঁজ। তবে কোথাও মিলছে না মায়ের অববয়! তাই তো শুধুই কান্না এই ছেলে শিশুটির।

জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বুধবার সকাল ৯টার দিকে এ শিশুটিতে বহির্বিভাগে রেখে শৌচাগারে যান একজন নারী। কিছুক্ষণ পরই কান্না শুরু হয় এ শিশুর। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস শিশুটিতে উদ্ধার করে শিশু ওয়ার্ডের পর্যবেক্ষণে দেন। সেবিকারা নানাভাবে শিশুটিকে আয়ত্তে আনার চেষ্টা করলেও তার কান্না যেন থামছেই না।

উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, বুধবার সকালে এক নারী এই শিশুটিকে শৌচাগারের কথা বলে হাসপাতালের বহির্বিভাগে শিশুটিকে রেখে যান। পরে আর নারী ফিরে না আসায় শিশুটি কান্নাকাটি শুরু করে। খবর পেয়ে তিনি শিশুটিকে উদ্ধার করে শিশু ওয়ার্ডের তত্ত্বাবধানে দেন। ইতোমধ্যেই প্রশাসনকে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর