বুধবার, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এক মাঠে পররাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি মেয়র আরিফ!

news-image

সিলেট ব্যুরো:সিলেটে একদিনের সফরে এসে ব্যস্ত সময় কাটিয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল নয়টার দিকে সিলেটে এসে পৌঁছান তিনি। দিনভর ব্যস্ত সূচিতে ছিল সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন ও পরিদর্শন। ব্যস্তদিনের সূচির শেষার্ধ্বে তিনি পরিদর্শন করেন মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ‘কাউন্সিলর আজাদ ২য় বাংলাদেশ ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট’।

চমকে দেয়া এই টুর্নামেন্ট দেখে অভিভূত পররাষ্ট্রমন্ত্রী। একপর্যায়ে নিজেই হাতে তুলে নেন র‌্যাকেট। আর তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কোর্টে নামেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। ভিন্ন মাঠে সিলেটের এই দুই জনপ্রিয় জনপ্রতিনিধির অল্প সময়ের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন উপস্থিত অতিথি ও দর্শকরা।

সন্ধ্যায় আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এই টুর্নামেন্ট পরিদর্শনে গিয়ে হঠাৎ করেই র‌্যাকেট ফেদার হাতে কোর্টে নেমে পড়েন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মুজিবকোট গায়ে পড়া পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে জুটি বাঁধেন টুর্নামেন্টের আয়োজক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। অপরপ্রান্তে মেয়র আরিফের জুটিতে ছিলেন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার। প্রায় ২-৩ মিনিট কোর্টে ব্যাডমিন্টন খেলেন তারা।

এসময় কয়েকবার মেয়র আরিফের কোর্টে ফেদার ফেলে পয়েন্ট কুড়ান পররাষ্ট্রমন্ত্রী। প্রতিপক্ষের ওপর কাউন্সিলর আজাদের স্ম্যাশ শট দেখেও হন আনন্দিত। উদ্বেলিত ছিলেন মেয়র আরিফও। যুবলীগ নেতা মুশফিককে সাথে নিয়ে ভালোই জবাব দিচ্ছিলেন তিনি ।
ব্যাডমিন্টন কোর্টে পররাষ্ট্রমন্ত্রী আর মেয়র আরিফের অল্প সময়ের এই প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন উপস্থিত দর্শকরা। তারা করতালি দিয়ে উৎসাহ দেন ব্যাডমিন্টন কোর্টে অপরিচিত এই দুই মুখকে। তবে ব্যস্ত সফরসূচির কারণে ব্যাডমিন্টন কোর্টে বেশিক্ষণ অবস্থান করতে পারেননি ড. মোমেন।

যাওয়ার আগে চার ক্যাটাগরির এই টুর্নামেন্ট দেখে অভিভূত হন পররাষ্ট্রমন্ত্রী। প্রশংসা করেন আয়োজকদের। স্থানীয় ও জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন খেলোয়াড়দের জন্য এ আয়োজন অনুকরণীয় বলে মন্তব্য করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিলেন ফখরুল

খাদ্য কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

‘উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়নে ব্যর্থ’

ইসির নতুন সচিব শফিউল আজিম, জাহাংগীর আলমকে জননিরাপত্তায় বদলি

ঈদগাঁওয়ে প্রথম নির্বাচনেই সহিংসতা, যুবক খুন

সরকারি সংস্থার তথ্য চুরি ও অনলাইনে বিক্রির ঘটনা আতঙ্কজনক: টিআইবি

২৪ ঘণ্টায় প্রায় ৩০০ ফিলিস্তিনি হতাহত

ময়মনসিংহে গর্তে পাওয়া তিন মরদেহ একই পরিবারের, ধারণা পুলিশের

শ্রীপুরে গুলিতে যুবক নিহত

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা

আইপিএলের ফাইনালে কলকাতা

যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার বাংলাদেশের