শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুর নগরীতে ট্রাফিক পুলিশের হয়রানি, প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

news-image

রংপুর ব্যুরো : রংপুর নগরীতে গাড়ির কাগজপত্র দেখার নামে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ উঠেছে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে। এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিকরা।

মঙ্গলবার দুপুরে নগরীর বিশ মেগাওয়াট বিদুৎ কেন্দ্রের সামনে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। এক পর্যায়ে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় । এসময় জামাল উদ্দিন, বিদ্যুত হোসেনসহ বেশ কয়েকজন শ্রমিক ট্রাফিক পুলিশের চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ করেন। তারা অবিলম্বে গাড়ির কাগজপত্র দেখার নামে পুলিশের হয়রানী বন্ধের দাবি জানান।

এব্যাপারে রংপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক বাদশা মিয়া জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা দীর্ঘদিন ধরে ট্রাক ও লরির কাগজপত্র দেখার নামে চালক এবং চালকের সহকারীদের ঘণ্টার পর ঘণ্টা আটকিয়ে রেখে হয়রানি করে আসছেন। টাকা না নিলে ঠুনকো অভিযোগ এনে মামলা দেন তারা।
তিনি আরও বলেন, সোমবার রাতে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় ট্রাক আটকিয়ে বৈধ কাগজ দেখতে চান পুলিশ সদস্য। কাগজের ফটোকপি দেখালে মূল কাগজ দেখতে চান। পরে মূল কাগজপত্র দেখানোর পরেও তারা ট্রাকের নামে মামলা দেয়া হয়। এ ঘটনা জানাজানি হলে ট্রাক ও লরি শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মেনহাজুল, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) ফরহাদ হোসেন উপস্থিতিতে জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

এবিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার মেনহাজুল আলম ও সহকারি কমিশনার ফরহাদ হোসেনের সঙ্গে কথা বলতে চাইলে তারা দু’জনেই গাড়িতে চড়ে দ্রুতস্থান ত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)