শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আপনার মুঠোফোন কতদিন পর পর পরিষ্কার করবেন

news-image

অনলাইন ডেস্ক : নিয়মিত মুঠোফোন পরিষ্কার করা অত্যন্ত জরুরি। তবে নিয়মিত মানে কতবার, সেটা জানা প্রয়োজন। বাসায় থাকলে সপ্তাহে এক থেকে দু’বার পরিষ্কার করলেই চলবে। কিন্তু নিয়মিত বাইরে বেরোলে দু’দিন অন্তর পরিষ্কার করতে হবে।

আবার বাইরে সাধারণ শৌচালয় ব্যবহার করার সময়ে ফোন কোথায় রাখলে, দোকানে গিয়ে কিছু জিনিস কেনার সময়ে ফোন কোথাও নামিয়ে রাখলে অবশ্যই সেদিন বাড়ি ফিরে ফোন পরিষ্কার করতে হবে।

যেভাবে পরিষ্কার করবেন:

প্রথমে ঈষদুষ্ণ গরম পানিতে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। তারপর শুকনো নরম কাপড় দিয়ে ফোনের আলগা ময়লা মুছে ফেলুন। ফোন বন্ধ করে নিন।

৭০ শতাংশ অ্যালকোহল রয়েছে, এমন কোনো তরলে নরম কাপড় বা তুলো ভিজিয়ে ঘষে ঘষে পরিষ্কার করুন। অ্যালকোহল দেওয়া পরিষ্কার করার ওয়াইপও ব্যবহার করতে পারেন। হয়ে গেলে আবারো নরম কাপড়ে মুছে নিন।

সতর্কতা:

অ্যালকোহলের পরিমাণ যেন ৭০ শতাংশের কম না হয়। তাতে জীবাণু মরবে না। ১০০ শতাংশও যেন না হয়, তাহলে ফোনের ক্ষতি হতে পারে।

কোনো তরলে ফোন ডুবিয়ে ফেলবেন না।

ফোনের কোনো পোর্টে কোনও তরল যেন না ঢুকে যায়।

শুকনো টিস্যু পেপার ঘষবেন না, পরদায় দাগ হয়ে যেতে পারে।

ব্লিচিং এজেন্ট ব্যবহার করবেন না।

এ জাতীয় আরও খবর