বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় বেড়েছে শনাক্ত, মৃত্যু ২

news-image

চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ২ জনের। শনাক্তের হার ৭ দশমিক ১৬ শতাংশ।

এ নিয়ে চট্টগ্রামে শনাক্ত বেড়ে ১ লাখ ৯৬২ জনে এবং মৃত্যু ১ হাজার ২৭৬ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় সোমবার (১৩ সেপ্টেম্বর) মারা গিয়েছিলেন ৬ জন, শনাক্ত হয়েছিলেন ৬৪ জন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৩৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৭ জনের মধ্যে করোনা উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ৫৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

উপজেলাগুলোর মধ্যে লোহাগাড়া, চন্দনাইশ, পটিয়া ও সন্দ্বীপে ১ জন করে, আনোয়ারায় ২ জন, সীতাকুণ্ডে ৩ জন, সাতকানিয়ায় ৫, রাউজানে ৬, হাটহাজারীতে ১৮ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ লাখ ৯৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মধ্যে চট্টগ্রাম নগরের ৭৩ হাজার ১৮২ জন। বাকি ২৭ হাজার ৭৮০ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ১ জন নগরীর, অপর ব্যক্তি নগরীর বাইরের বাসিন্দা। করোনায় চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০৪ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলার ৫৭২ জন।

 

এ জাতীয় আরও খবর

৪৮ বছরে বিদেশ গেছেন এক কোটি ৬৩ লাখ ১২ হাজার ৩২৪ জন

উপজেলায় শান্তিপূর্ণ ভোটে উপস্থিতি সন্তোষজনক : কাদের

জামিন পেলেন জবি শিক্ষক দ্বীন ইসলাম

৫৮ বলে ১৬৭, বিনা উইকেটে জিতল হায়দরাবাদ

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

জুলাইয়ের প্রথম সপ্তাহে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে সংযত করতে পেরেছি; সংসদে প্রধানমন্ত্রী

পুলিশ হেফাজতে মৃত্যু : ওসি, ডাক্তার ও জেল সুপারের বিরুদ্ধে মামলা

দুই পোলিং এজেন্টসহ তিনজনকে কারাদন্ড

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে মুসলিম দেশগুলোর ঐক্য প্রয়োজন : প্রধানমন্ত্রী