সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপ দলকে তামিমের শুভকামনা

news-image

ক্রীড়া ডেস্ক : চারটি ওয়ানডে বিশ্বকাপ আর ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর ক্যারিয়ারে প্রথমবার ক্রিকেট মহাযজ্ঞে থাকছেন না তামিম ইকবাল। আজ দল ঘোষণার আগেই সেটি নিশ্চিত ছিল। অনুমিতভাবেই দলে নেই তামিম। তবে নিজে না খেললেও দল ঘোষণার পর দলের সবাইকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

১ সেপ্টেম্বর নিজের ফেসবুকে লাইভে এসে বিশ্বকাপে না খেলার ঘোষণা দিয়েছিলেন তামিম। তামিমের জায়গায় তাই ওপেনিংয়ের দায়িত্ব নিতে হবে মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার ও লিটন দাশকে। এই তিনজনসহ দলের সবাইকে শুভকামনা জানিয়েছেন তামিম। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া সকলকে অভিনন্দন। পুরো দলকে শুভ কামনা।’

এর আগে বিশ্বকাপে তামিম খেলতে না চাওয়ার সিদ্ধান্তে শোরগোল পড়েছিল। দেশের ক্রিকেট মহলে। তাঁর সিদ্ধান্তকে অনেকেই সময়োপযোগী বললেও কারও কারও মতে, এটা ‘আবেগী সিদ্ধান্ত’। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সেদিনই সংবাদ সম্মেলন ডেকে বলেছিলেন, তামিমের সিদ্ধান্ত তাঁর সাহসী মনে হয়েছে।

বিশ্বকাপের দলে থাকতে না চাওয়ার কারণও ব্যাখ্যা করেছিলেন তামিম। তিনি বলেছিলেন, ‘দু-তিনটি কারণ আছে। আমার মনে হয় গেম টাইম অন্যতম প্রধান কারণ। আমি বেশ কিছুদিন ধরে খেলছি না এই সংস্করণে। তবে চোট মনে হয় না অত বড় সমস্যা, মনে হয় বিশ্বকাপের আগেই ঠিক হয়ে যাব।’

গত ১৭ মাস তামিম দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেননি। তাঁর অবর্তমানে মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার ও লিটন দাসকে ওপেনিংয়ে দেখা গেছে। তামিম চান না হুট করে দলে এসে তাঁদের জায়গাটা নিয়ে নেন। এটিই তাকে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে।

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?