রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তালেবান ‘সভ্য’ হবে বলে আশা ব্যক্ত করে যা বললেন পুতিন

news-image

অনলাইন ডেস্ক : এবার আফগানিস্তানের পাশে থাকার ইঙ্গিত দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি তালেবান ‘সভ্য’ হবে বলে আশা ব্যক্ত করেছেন। শুক্রবার ভ্লাদিভস্তক শহরে ‘ইস্টার্ন ইকোনোমিক ফোরামে’ এক বক্তৃতায় এ কথা বলেন পুতিন। খবর আল-জাজিরার।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, রাশিয়া আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে আগ্রহী না। কারণ এটি ঘটলে তাদের সঙ্গে কথা বলার জন্য কেউই থাকবে না। যত দ্রুত তালেবান সভ্য হয়ে উঠবে তত দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করা, কথা বলা সহজ হবে।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে দেশটিতে ২০ বছরের মার্কিন দখলদারিত্বের অবসান ঘটে। সরকার গঠন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি তালেবান গোষ্ঠী।