সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পিছিয়ে পড়ছে মৎস্য ও পোল্ট্রিখাত

news-image

আসছে বাজেটে নীতিগত সহায়তা বাড়ানোর পাশাপাশি স্বল্প সুদে ব্যাংক ঋণ দেয়া ও খেলাপি ঋণ পরিশোধে দীর্ঘমেয়াদি সুবিধার প্রত্যাশা মৎস্য ও পোল্ট্রিখাতের সঙ্গে সংশ্লিষ্টদের। পর্যাপ্ত সুযোগ থাকার পরও যুগোপযোগী নীতিমালার অভাবে অনেকটাই পিছিয়ে দেশের মৎস্য ও পোল্ট্রিখাত। আর স্বাস্থ্য ও কৃষিখাতের মত সমান গুরুত্ব দিয়ে বাজেটে মৎস্য ও পোল্ট্রিখাতে বরাদ্দ বাড়ানোর দাবি অর্থনীতিবিদদের।

বর্তমান বিশ্বে মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান চতুর্থ হলেও অভ্যন্তরীণ চাহিদার তুলনায় এ খাতের উৎপাদন ঘাটতি প্রায় ৪০ শতাংশ। তবে মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সম্প্রতি কক্সবাজার কেন্দ্রিক পাইলট প্রোজেক্টগুলোতে চিংড়ির উৎপাদন বেড়েছে প্রায় ২০ গুণ।

সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যমান নীতিমালার পুনর্বিন্যাস ও বরাদ্দ করা অর্থ ব্যয়ে নজরদারি বাড়ানো হলে দেশের ৪৭ লাখ হেক্টর জলাশয়েও মৎস্য উৎপাদন বাড়বে কয়েকগুণ।

এ সম্পর্কে বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. গোলাম মোস্তাক বলেন, সরকারকে নীতিমালা এবং অর্থায়নের পদ্ধতিটা ঠিক করে দিতে হবে। তাহলে পরবর্তী ৫-৭ বছরে উৎপাদন দ্বিগুণ হয়ে যাবে।

এদিকে, মোট কৃষি বাজেটের এক চতুর্থাংশ পোল্ট্রিখাতে বরাদ্দের পাশাপাশি দীর্ঘমেয়াদে সুবিধা পেতে আয়কর মকুফের সময়সীমা বাড়ানোর দাবি এ খাতের ব্যবসায়ীদের।

এ সম্পর্কে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. মুঞ্জুর মোর্শেদ খান বলেন, আয়করের সময়সীমা ২০১৬ সাল পর্যন্ত মকুফ করা আছে। এটাকে সরকার যদি বাড়িয়ে ২০২৫ সাল পর্যন্ত করে দেয় তাহলে এই খাতটি দাঁড়িয়ে যাবে।

আর গুরুত্ব বিবেচনায় মৎস্য ও পোল্ট্রিকে কৃষির উপখাত হিসেবে বিবেচনা না করে আলাদা খাত হিসেবে বাজেটে বরাদ্দের দাবি অর্থনীতিবিদদের।

অর্থনীতিবিদ ড. আবুল বাশার বলেন, পোল্ট্রি এবং মৎস্য বাজেটে এই খাত গুলোকে উপখাত হিসেবে বিবেচনা না করে এগুলো স্বতন্ত্র খাত হিসেবে বিবেচনা করেই বরাদ্দটা বাড়ানো উচিৎ। আমরা যদি এই খাতগুলোকে বরাদ্দ দেই তাহলে প্রোটিনের অভাব থেকে দেশের মানুষকে মুক্ত রাখতে পারবো।

বর্তমানে, দেশের মোট জিডিপির ৪.৩৭ শতাংশ আর কৃষিজ জিডিপির প্রায় এক চতুর্থাংশ আসে মৎস্য ও পোল্ট্রিখাত থেকে।

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?