সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ষার মৌসুমে মাছ শিকারের  চাঁই, আইডা, গোলচাঁই’য়ের জমজমাট হাট

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর, বাঞ্ছারামপুর, সরাইল ও  নাসিরনগর উপজেলায় মেঘনা ও তিতাস নদীর আঁকাবাঁকা পথ ধরে রয়েছে নদীর শাখা-প্রশাখা। বর্ষার এই মৌসুমে নদীকূল ঘেঁষা মানুষেরা অন্য পেশার কাজকর্ম না থাকায় খাল-বিলে নানা প্রজাতির দেশীয় মাছ ধরার কাজে ব্যস্ত থাকে। পানির প্রবাহ বাড়ার  সাথে সাথে দেশি প্রজাতির মাছের বিচরণ বৃদ্ধি পায়। আর  মাছ শিকারের কাজে ব্যবহৃত  চাঁই, আইডা, গোলচাঁই এসব পণ্যের হাট কোথায় সপ্তাহে দু’দিন আবারও কোথায়ও সপ্তাহে তিন দিন বসার রেওয়াজ রয়েছে।
সরেজমিনে ঘুরে কথা বলে জানা যায়, পুঁঠি, কই, বাঈম, বাইলা, ছোট চিংড়িসহ দেশীয় নানা প্রজাতির মাছ শিকারের কাজে বাঁশের তৈরি  চাঁই, আইডা, গোলচাঁই এসব পণ্যের বেচাঁকেনা কয়েকগুণ বেড়ে যায়। এরমর্ধ্যে বাঁশের শলা দিয়ে তৈরি মাছে ধরার এ ফাঁদের নাম চাঁই। গ্রামাঞ্চলে মাছ ধরার সবচেয়ে আদি উপকরণের মধ্যে একটি হচ্ছে বাঁশের চাঁই। পেশাদার মাছ শিকারী থেকে শুরু করে সৌখিন শিকারীরা পর্যন্ত  কিনে নিচ্ছে মাছ ধরার এসব সরঞ্জাম। ভরা বর্ষাতে মৌসুমে নদী-নালা ও জমিতে প্রয়োজনীয় পানি থাকায় নিপুণ হাতের তৈরি বাঁশ-বেতের মাছ শিকারে কাজে ব্যবহৃত এসব সরঞ্জাম চাহিদা থাকে কয়েকগুণ বেশি।
বিক্রেতা মিলন মিয়া বলেন, আমাদের বাড়ি গৃহিণী ও চুক্তিভিওিক গ্রামের মহিলারা বাঁশ থেকে কয়েক ভাবে পাতলা বেত বের করে এসব মাছ ধরার সরঞ্জাম তৈরি করে থাকেন। একাজে পরিবারের অন্য সদস্যরা  সহযোগিতা করেন।  প্রকারভেদে বিক্রি হয় গড়ে ২শ’ থেকে ৬শ’ টাকায়।
আরেক বিক্রেতা সমীর দাস বলেন,মাছ ধরার এসব সরঞ্জাম আকার ও গুণগত মানভেদে বিক্রি হয় বিভিন্ন দামে। বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ় মাসে বাঁশ-বেতের তৈরি মাছ শিকারের এসব সামগ্রী বিক্রি হয় সবচেয়ে বেশি। তবে বাঁশের দাম বেড়ে যাওয়ায় আগের মত এখন লাভ হয়না। তবু বছরের এই মৌসুমে বিক্রি বেশি থাকায় মোটামুটি খেয়ে-পড়ে চলতে পারি ভালভাবে।
বাজারে মাছ শিকারী কুদ্দুস মিয়া বলেন, নাসিরনগর, নবীনগর, সরাইল ও বাঞ্ছারামপুর উপজেলার হাওরের এলাকার আমরা যারা বসবাস করি, তাদের অন্য কোন পেশায় সুযোগ কম থাকে। তাই খাল-বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। তাই মাছ শিকারের কাজে ব্যবহৃত এসব বাঁশের তৈরি চাঁই, আইডা, গোলচাঁই এসব সরঞ্জাম কিনতে আমরা বাজারে আসি।

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?