রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

হেলেনা জাহাঙ্গীর আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের মহিলাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য হিসেবে পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় বৃহস্পতিবার অভিযান চালায় র‌্যাব। অভিযান শেষে তাকে আটক করা হয়। হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে প্রায় চার ঘণ্টা অবস্থানের পর তাকে আটকের কথা জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার মধ্যরাতে তাকে বাড়ি থেকে তুলে নেওয়ার পর র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ গণমাধ্যমকে বলেন, ‘তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে। তার বাসায় মদ, হরিণের চামড়া, ক্যাসিনো বোর্ড, ওয়াকিটকিসহ বেশ কিছু অবৈধ সরঞ্জাম পাওয়া গেছে।’

সম্প্রতি আলোচনায় উঠে আসা হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাড়িতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে এই অভিযান শুরু করে র‌্যাব। ঘণ্টা দু-এক পর র‌্যাবের নারী সদস্যদের সেখানে ঢুকতে দেখা যায়। এরপর রাত সোয়া ১২টার দিকে র‌্যাবের সদস্যদের সঙ্গে বেরিয়ে আসেন হেলেনা জাহাঙ্গীর। তার মুখে ছিল মাস্ক। পরনে ছিল চেক জামা ও হলুদ ওড়না।

সম্প্রতি ফেইসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম ভাইরাল হয়। এরপর গত রোববার তাকে অব্যাহতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে। হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটিতে সদস্য ছিলেন। কুমিল্লা জেলা আওয়ামী লীগেরও উপদেষ্টা পরিষদে ছিলেন তিনি। ‘ভুঁইফোড়’ওই সংগঠনের সঙ্গে হেলেনা জাহাঙ্গীরের সম্পৃক্ততার খবর প্রকাশ হলে তাকে দুই কমিটি থেকেই বাদ দেয় আওয়ামী লীগ।

 

এ জাতীয় আরও খবর