শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোরবানি দিতে গিয়ে শতাধিক আহত

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহায় পশু কোরবানি দিতে গিয়ে অসাবধানতাবশত রাজধানীতে প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, কোরবানি দেওয়ার সময় চাকু দিয়ে কারো হাত, কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে। আবার অনেকেই কোরবানির সময় গরুর শিংয়ের আঘাত পেয়ে আহত হয়েছেন। তারাই প্রাথমিক চিকিৎসা নিতে হাসপাতালে গিয়েছেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রায় শতাধিক ব্যক্তি কোরবানি দেওয়ার সময় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। দিনভর এ সংখ্যা আরও বাড়তে পারে। তবে বিকেলের পর আহতের সংখ্যা কিছুটা কমে যেতে পারে। এখন পর্যন্ত আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক ঢাকা পোস্টকে বলেন, প্রতিবছরই কোরবানি দিতে গিয়ে আহত হয়ে অসংখ্য লোক ঢামেকে আসেন। এবারও আসছে। তবে তাদের কারও অবস্থাই গুরুতর নয়। বিষয়টি পুরোপুরি অসাবধানতা বলা যায়।

এ জাতীয় আরও খবর