শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় দাঙ্গায় নিহত বেড়ে ৪৫, চলছে লুটপাট

news-image

অনলাইন ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে জেলে গত সপ্তাহে পাঠানের পরে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে নিহত বেড়ে ৪৫ জনে দাঁড়িেছে। এর মধ্যে রয়েছে দেশটিরর বৃহত্তম জনপদ সোয়েটোতে একটি শপিং সেন্টারে সোমবার রাতে লুটপাটের সময়ে নিহত ১০ জনও।

এই সহিংসতায় ইতোমধ্যে আট শতাধিক মানুষকে আটক করা হয়েছে। দেশটিতে লুটপাট, অগ্নিসংযোগ বন্ধ এবং অর্থনৈতিক কেন্দ্রস্থল জোহানেসবার্গকে রক্ষায় পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে।

আদালত অবমাননার দায়ে ৮ জুলাই থেকে জুমার কারাজীবন শুরু হয়। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার পুলিশ বলেছে, যেভাবে লুটপাট চলছে, তা আরও কিছু দিন অব্যাহত থাকলে, দেশটিতে নিত্য প্রয়োজনীয় খাদ্যের সংকট দেখা দিতে পারে।

এ জাতীয় আরও খবর