রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫

news-image

অনলাইন ডেস্ক : তাজিকিস্তানে পূর্বাঞ্চলে রাস্ত জেলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্তৃপক্ষ জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ৭টা ১৪ মিনিটে তাজিকিস্তানের পাহাড়ি এই জেলায় ভূকম্পন অনুভূত হয়, রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৯।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমোমালি রাখমন। তাজিকিস্তানের দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের জেরে রাস্ত জেলায় শতাধিক বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

অন্যদিকে আজ শনিবার সকালে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় শহর মানাডোতে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১ বলে জানিয়েছে মার্কিন ভূ-গবেষণা সংস্থা ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে।

এ জাতীয় আরও খবর