শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের সংগ্রহশালার উদ্বোধন

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ উদযাপন) উপলক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের সর্ববৃহৎ সংগ্রহশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে জেলার সরকারি গণগ্রন্থাগারে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, একই ছাঁদের নীচে দেশি-বিদেশি গবেষক, রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র-ছাত্রী, শিক্ষক ও জ্ঞানপিপাসু সকল শ্রেণী পেশার মানুষ একই উৎস হতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক জ্ঞানচর্চা ও জানার চাহিদা পূরণের অনন্য প্রতিষ্ঠানে হবে এই সংগ্রহশালাটি। জাতির পিতার বর্ণাঢ্য জীবন সংগ্রাম, মুক্তিযুদ্ধের প্রকৃত চর্চা, গবেষণা ও সঠিক ইতিহাস সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাই এর সংগ্রহশালার উদ্দেশ্য। জ্ঞান ও মুক্তিযুদ্ধের প্রকৃত চর্চার জন্য আমাদের এ সর্ববৃহৎ সংগ্রহশালায় আপনিও বই প্রদান করতে পারেন।

তিনি আরো জানান, ইতোমধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সারা দেশের মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থের প্রকাশনার সাথে সম্পৃক্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হতে ৬৬৬৭ টি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের তালিকা সংগ্রহ করেছে। জেলা প্রশাসনের এ মহতী উদ্যোগকে এগিয়ে নিতে বিভিন্ন ব্যক্তি, সরকারী বেসরকারী প্রতিষ্ঠান সেচ্ছায় বই প্রদান করেছেন। তাছাড়া জেলা প্রশাসনের সকল কর্মকর্তাও এ সংগ্রহশালায় বই প্রদান করেছেন।

এ জাতীয় আরও খবর