শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

news-image

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. মাহবুব (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন হানিফ (২৫) নামে তার সহকারী। শনিবার বিকলে দুর্গাপুর উপজেলা পৌরশহরের বাগিচা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাবুব মোহনগঞ্জ উপজেলার খড়াসাপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তবে দীর্ঘদিন ধরেই তিনি সন্তানদের নিয়ে দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের আগার গ্রামে শশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিদিনের মতো কাজে যান মাহবুব। দুপুরের পর বাগিচাপাড়া এলাকার একটি নির্মাণাধীন তিনতলা ভবনে কাজ করছিলেন তিনি ও তার সহকারী হানিফ। ভবনের নিচ থেকে রশিতে ইট বেঁধে উপরে দিচ্ছিলেন আরেক শ্রমিক। রশি ধরে রড উপরে তুলতেই বিদ্যুৎস্পৃষ্ট হন মাহবুব ও তার সহযোগী।

পরে তাদের চিৎকারে বাকি শ্রমিকরা বৈদ্যুতিক লাইন অফ করে, উপরে গিয়ে তাদের উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন। আহত হানিফকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
দুগার্পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পৈত্রিক বাড়ি মোহনগঞ্জ থেকে পরিবারের লোকজন এলে তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর