রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মাস্ক পরিধান নিশ্চিতে রাঙামাটিতে মোবাইল কোর্টের অভিযান

news-image

রাঙামাটি প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষায় মাস্ক পরিধান নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটিতে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে। শনিবার সকালেও রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক পরিধান না করা এবং যথাযথ স্বাস্থ্যবিধি না মানায় মোবাইল কোর্টে ৮ জনকে মোট ৭৫০ টাকা অর্থদণ্ড করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষের নেতৃত্বে মাস্ক ব্যবহারে উৎসাহিত করার জন্য জেলার বনরূপা, রিজার্ভ বাজারসহ শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূম্পা ঘোষ বলেন, মাস্ক ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, সবার সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযান পরিচালনার সময় রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যরা উপস্থিত থেকে মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা করেন।

 

এ জাতীয় আরও খবর