মঙ্গলবার, ১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে কৃষি যন্ত্র চালনা ও রক্ষণাবেক্ষণের উপর প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক : বরিশালে কৃষি যন্ত্র চালনা ও রক্ষণাবেক্ষণের উপর যন্ত্রচালক ও মেকানিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ সোমবার সকালে নগরীর সাগরদী ধান গবেষণা ইন্সটিটিউটের (ব্রি) হলরুমে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের (ব্রি) ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রি বরিশালের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রি’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মীর নুরুল হাসান মাহমুদ, এসএসও ড. মো. আশরাফুল আলম, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, এসও মো. মিজানুর রহমান এবং ঐশিক দেবনাথ প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন কৃষি যন্ত্রপাতি চালনা এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে হাতে-কলমে শেখানো হয়। এতে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরের ৪০ জন যন্ত্রচালক ও মেকানিক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যান্ত্রিকীকরণ কৃষির আশীর্বাদ। এর মাধ্যমে উৎপাদন খরচ সাশ্রয় হয়। শ্রম ও সময় কম লাগে। তাই এর সর্বোচ্চ কাজে লাগানোর জন্য যন্ত্রের সঠিক ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। আর সে কারণেই ধারাবাহিকভাবে এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।