শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রীর ৫ দিনের রিমান্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটে পরকীয়া প্রেমিক খালাতো ভাইকে বিয়ে করতে আইনজীবী স্বামীকে হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া স্ত্রী শিফা বেগমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার শুনানি শেষে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান এই আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিন আলী জানান, ময়নাতদন্তের জন্য আনোয়ার হোসেনের লাশ কবর থেকে উত্তোলনের জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। এছাড়া শিপা বেগমের পরকীয়া প্রেমিক ও বর্তমান স্বামী তার খালাতো ভাই শাহজাহান চৌধুরী মাহিকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি ওই মামলার অন্যতম আসামি।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল সেহরি খেয়ে সিলেট নগরীর তালতলাস্থ বাসায় ঘুমাতে যান এডভোকেট আনোয়ার হোসেন। আসরের পর শিফা বেগম ফোন করে আত্মীয় স্বজনদের আনোয়ার হোসেনের মৃত্যুর সংবাদ জানান। ডায়াবেটিস শূন্য হয়ে আনোয়ার মারা গেছেন বলে জানান তিনি। পরে আনোয়ারকে তার গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার শিবেরবাজারের দীঘিরপাড় গ্রামে দাফন করা হয়।

এদিকে স্বামীর মৃত্যুর ১০ দিনের মাথায় শিফা বেগম তার খালাতো ভাই শাহজাহান চৌধুরী মাহিকে বিয়ে করেন। এরপর আনোয়ারের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়। শিফা বেগমের ফোনালাপ ও আচরণে পরিবারের সদস্যরা নিশ্চিত হন আনোয়ারের মৃত্যু স্বাভাবিক ছিল না, তাকে হত্যা করা হয়েছে। পরে ১ জুন আদালতে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন আনোয়ার হোসেনের ভাই মনোয়ার হোসেন।

 

এ জাতীয় আরও খবর