রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ইয়াবা ঠেকাতে বাংলাদেশ-মিয়ানমার বৈঠক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে তৈরি ভয়ঙ্কর মাদক ইয়াবা ট্যাবলেটের অনুপ্রবেশ ঠেকাতে তিন বছর পর ফের রাজধানী ঢাকায় দুই দিনব্যাপী দ্বিপক্ষীয় বৈঠক শুরুহয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ বৈঠক শুরু হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) সূত্রে জানা গেছে, দ্বিপক্ষীয় চুক্তির আওতায় মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবা পাচার রোধে এটি হচ্ছে দুই দেশের দ্বিতীয় বৈঠক। বৈঠকে ডিএনসির মহাপরিচালক বজলুর রহমানের নেতৃত্বে ১৫ এবং মিয়ানারের কেন্দ্রীয় মাদকদ্রব্য নির্মূল কমিটির প্রধান পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল কোয়ে উইনের নেতৃত্বে তিন সদস্য অংশ নিয়েছেন।

ডিএনসির সহকারী পরিচালক (ঢাকা মেট্রো-উত্তর) মানজুরুল ইসলাম জানান, ইয়াবার বর্তমান পরিস্থিতিতে দুই দৈশের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

এ জাতীয় আরও খবর