রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রিমান্ড শেষে নিপুণ রায় কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। বেআইনি সমাবেশ, গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি শনিবার তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিলাল আল আজাদ চারদিনের রিমান্ড শেষে নিপুণকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

গত ২১ এপ্রিল নিপুণ রায়সহ চারজনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দলের নির্বাহী সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী গাড়িতে আগুন দেওয়ার নির্দেশ দিচ্ছেন এমন একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর রাজধানীর রায়েরবাজার থেকে গত ২৮ মার্চ তাকে আটক করে পুলিশ।

এ জাতীয় আরও খবর