শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের আরও ৩০ কর্মী গ্রেফতার 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনায় আরও ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে হেফাজতের তাণ্ডবের ঘটনায় হওয়া ৫৪ মামলায় ২৩৭ জনকে গ্রেফতার করা হলো।
জেলা পুলিশের বিশেষ শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্রেফতারকৃতরা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হেফাজতের তাণ্ডবের ঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দুটি মামলা হয়েছে। মামলাগুলোতে এজাহারনামীয় আসামি ৪১৪ জন এবং অজ্ঞাত আসামি ৩৫ হাজার।
২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চলায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তারা সরকারি-বেসরকারি বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এ জাতীয় আরও খবর