সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পারিবারিক কবরস্থানে অধ্যাপক শামসুজ্জামান খানের দাফন সম্পন্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলা একাডেমির সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ, সাহিত্যিক ও গবেষক সদ্য প্রয়াত অধ্যাপক শামসুজ্জামান খানের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার আছর প্রয়াত অধ্যাপক শামসুজ্জামান খানের পৈতৃক নিবাস মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা ও দাফনকার্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস, সিঙ্গাইর উপজেলা ভূমি কমিশনার, জেলা পুলিশের প্রতিনিধি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট (পিপি) আবদুস সালামসহ এলাকার বিশিষ্টজন ও সাধারণ মানুষ।

বাংলা একাডেমির পক্ষ থেকে প্রয়াত সভাপতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন একাডেমির পরিচালক-মোবারক হোসেন, ডা. কেএম মুজাহিদুল ইসলাম, কর্মকর্তা-আবুল কালাম আজাদ, পিয়াস মজিদ, আইয়ুব মুহাম্মদ খান প্রমুখ।

বুধবার বেলা ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। সম্প্রতি স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শামসুজ্জামান খান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন।

খ্যাতিমান এই ফোকলোরবিদ, সাহিত্যিক ও গবেষকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অধ্যাপক শামসুজ্জামানের জন্ম মানিকগঞ্জ জেলায় ১৯৪০ সালে। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বাধীনতা পদক এবং একুশে পদক পেয়েছেন। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন শামসুজ্জামান খান। ২০১৯ সালে তিন বছরের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬ কোটিপতি প্রার্থী : টিআইবি

পাওয়া গেছে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর শঙ্কা

কোভ্যাক্সিনের টিকায়ও হচ্ছে ভয়ঙ্কর পার্শ্বপ্রতিক্রিয়া!

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্থায়ী সমাধান জরুরি : পররাষ্ট্রমন্ত্রী

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা, প্রিজন ভ্যান থেকে ইশরাক

সারা দেশে টানা ৩ দিন হতে পারে বৃষ্টি

কালশীর সড়কে যান চলাচল শুরু

ব্যবসায়ীকে হত্যার দায়ে সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন

সোনার ভ‌রি এক লাখ সাড়ে ১৯ হাজার ছাড়াল

আছড়ে পড়ল ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?