শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ফখরকে আউট করতে এ কেমন চালাকি ডি ককের! (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বাঁহাতি ওপেনার ফখর জামান একাই লড়লেন। অতিমানবীয় ইংনিংস খেললেন তিনি।

স্কোরবোর্ডে জমা করা ৩২৪ রানের মধ্যে ফখরের একারই সংগ্রহ ১৯৩ রান। ১৮ বাউন্ডারি আর ১০ ছক্কার মারে এই অনবদ্য ইনিংস সাজিয়েছেন ফখর জামান।

ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তেই ছিলেন। মাত্র ৭ রান করলেই ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরির হাতছানি।

কিন্তু সেটি আর হতে দেননি দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি কক। তার চালাকির ফাঁদে পা দিয়ে রানআউট হন ফখর।

অনেকে বিষয়টিকে ডি ককের কূটবুদ্ধি বলছেন।

ইনিংসের শেষ ওভারের ঘটনা। জয় ততোক্ষণে প্রায় হাতছাড়া পাকিস্তানের। শেষ ওভারে করতে হতো ৩১ রান।

তবে ফখরের ডাবল সেঞ্চুরি ছিল দৃষ্টিসীমানায়। তিনি তখন ব্যাট করছিলেন ১৯২ রানে। ৩১ না পেলেও ৮ রান তো করা অসম্ভব ছিল না ফখরের কাছে।

লুঙ্গি এনগিদির করা শেষ ওভারের প্রথম বলটি লংঅনের দিকে খেলে দিয়ে সহজেই প্রথম রান নেন ফখর, দৌড় দেন দ্বিতীয় রানের জন্য।

তখন দুর্দান্ত সেই চালাকিটি করেন প্রোটিয়া উইকেটরক্ষক কুইন্টন ডি কক। লংঅফের ফিল্ডার এইডেন মারক্রামকে তিনি ইশারা করেন নন স্ট্রাইক প্রান্তে বল থ্রো করতে।

বিষয়টি দেখার পর ফখর পেছনে তাকিয়ে দৌড়াতে থাকেন। এতে তার গতি কমে যায়।

কিন্তু মারক্রাম থ্রোটি করেন স্ট্রাইকিং প্রান্তেই। মারক্রামের সরাসরি থ্রো এসে ভেঙে দেয় স্ট্রাইক প্রান্তের স্টাম্প।

ফলে ১৯৩ রানে রানআউট হতে হয় ফখরকে। দলের পরাজয়ের পাশাপাশি নিজের ডাবল সেঞ্চুরিটাও হাতছাড়া হয় তার।

প্রতিপক্ষের ব্যাটসম্যানকে আউট করতে এমন চালাকির আশ্রয় নেওয়া ঠিক হয়নি বলে ডি ককের সমালোচনা করেছেন অনেকেই।

অবশ্য এ ঘটনাকে ক্রিকেটেরই একটি অংশ বলছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা।

বিষয়টিকে ডি ককের চালাকি হিসেবে উল্লেখ করেছেন তিনি।

ম্যাচশেষে টেম্বা বাভুমা বলেন, ‘এটা কুইন্টন ডি ককের চতুরতা ছিল। অনেকে হয়তো ওকে স্পিরিটের কথা বলে সমালোচনা করবে। কিন্তু আমাদের জন্য উইকেটটা জরুরি ছিল। ফখর লক্ষ্যের কাছাকাছি চলে গিয়েছিল। তাই আউট করা জরুরি ছিল। আমি মনে করি না কুইনি কোনো নিয়ম ভেঙেছে। এটি তার চতুরতা ছিল।’

ডি ককের চতুরতায় ফখর জামানের আউটটি দেখুন—

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)