শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দাপট দেখাচ্ছে সিএনজি-রিকশা-ক্ষ্যাপের মোটরসাইকেল

news-image

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আজ থেকে সাতদিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী সকাল থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ আছে।

কিন্তু যেহেতু অফিসগুলো খোলা আছে তাই সকাল থেকে অফিসগামী মানুষের সংখ্যা অন্যান্য দিনের মতোই দেখা গেছে। কিন্তু গণপরিবহন না থাকায় বিপাকে পড়তে হয়েছে তাদের।

বাস বন্ধ থাকার সুযোগে অফিসগামী যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে দাপট দেখাচ্ছেন সিএনজি অটোরিকশা, রিকশা এবং ‘ক্ষ্যাপে ট্রিপ মারা’ মোটরসাইকেলওয়ালারা। যেহেতু চাকরিজীবিদের অফিসে যেতেই হবে আর সেই সঙ্গে বাস বন্ধ তাই এই সুযোগে তারা বেশি ভাড়া আদায় করছে। বাধ্য হয়ে যাত্রীরাও বেশি ভাড়া দিয়েই অফিসে যাচ্ছেন।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধে বলা হয়েছে- সরকারি-আধা সরকারি, স্বায়ত্তশাসিত অফিস-আদালত এবং বেসরকারি অফিসগুলো সীমিত পরিসরে কাজ চালাবে এবং তাদের কর্মীদের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় অফিসে আনা নেওয়া করতে পারবে। শিল্প-কারখানা ও নির্মাণকাজ চালু থাকবে। শিল্প-কারখানার শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিবহন ব্যবস্থাপনায় আনা-নেওয়া করতে হবে। বিজিএমইএ ও বিকেএমইএকে শিল্প-কারখানা এলাকায় নিকটবর্তী সুবিধাজনক স্থানে তাদের শ্রমিকদের জন্য ফিল্ড হাসপাতাল, চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

পল্টনে অফিসে যাওয়ার জন্য রাজধানীর উত্তর বাড্ডায় অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবি তৌহিদুল ইসলাম। তিনি বলেন, কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও অফিস কিন্তু আমাদের খোলা আছে। আর যে কারণে অফিসে যেতেই হচ্ছে। অফিস খোলা রেখে বাস বন্ধ, লকডাউন দিয়ে কী লাভ? সবাইকে বাধ্য হয়ে অফিসে যেতেই হচ্ছে। সব অফিস তো আর সব কর্মীদের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা করেনি। তাহলে আমরা কিভাবে অফিস যাবো?

তিনি বলেন, বিধিনিষেধে বাস বন্ধ থাকায় এখন সিএনজি, রিকশা, ভাড়ায় মোটরসাইকেল ওয়ালার অতিরিক্ত ভাড়া চাচ্ছে। যাত্রীরাও বাধ্য হয়ে বেশি ভাড়াতে গন্তব্যে যাচ্ছেন। লকডাউন হলে লকডাউনের মতোই হতে হবে। এভাবে বিধিনিষেধ দিয়ে লাভ কী? আমাদের তো যেতেই হচ্ছে।

রামপুরা থেকে খিলক্ষেত যাওয়ার জন্য কমপক্ষে ৬টি সিএনজিচালকের সঙ্গে কথা বলেছেন বেসরকারি চাকরিজীবী এনামুল হক। তিনি বলেন, রামপুরা ব্রিজ থেকে খিলক্ষেত যেতে ৩০০ বা তার চেয়েও বেশি ভাড়া চাচ্ছেন সিএনজি চালকরা। অসহায় যাত্রীদের ভোগান্তির সুযোগ নিচ্ছেন তারা। ক্ষ্যাপের মোটরসাইকেল ওয়ালারও একইভাবে বেশি ভাড়া চাচ্ছেন। এছাড়া স্বল্প দূরত্বেও রিকশাওয়ালারা বেশি ভাড়া ছাড়া যাবে না। কিন্তু আমাদের কর্মক্ষেত্র তো আর বন্ধ না। এভাবে বেশি ভাড়াতেই যেতে হচ্ছে আমাদের।

গুলশান-বাড্ডা লিংক রোডে যাত্রীবেশে কথা হয় সিএনজিচালক মকিদুর রহমানের সঙ্গে। মিরপুর ১০ নম্বর পর্যন্ত তিনি ভাড়া চান ৪০০ টাকা। ভাড়া এত বেশি কেন জানতে চাইলে মকিদুর রহমান বলেন, সড়কে কোনো গণপরিবহন নেই। আমরা ঝুঁকি নিয়ে গাড়ি বের করেছি যাত্রীদের জন্যই। সে কারণে একটু ভাড়া তো বেশি দিতেই হবে।

উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজের নিচে যাত্রী পাওয়ার আশায় নিজের মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন এমরান আলী নামের একজন চালক। তিনি বলেন, একদম সকাল থেকে বিভিন্ন রুটে চারটি ট্রিপ মেরেছি। সড়কে যেহেতু বাস নেই তাই আজ যাত্রী চাপ একটু বেশি। নিষেধাজ্ঞা থাকার পরও আমরা ঝুঁকি নিয়ে চলাচল করছি। তাই ভাড়া একটু বেশি নিচ্ছি। যাত্রীও যেহেতু আমাদের মাধ্যমে তাদের গন্তব্যে যেতে পারছেন তাই তারাও বেশি ভাড়া দিতে দ্বিধা করছেন না।

রাজধানীর মেরুল থেকে কাকরাইল যেতে ১৬০ টাকা ভাড়ায় রিকশা নিয়েছেন বেসরকারি চাকরিজীবী শোভন আহমেদ। তিনি বলেন, আজ সাধারণ ভাড়ায় কোনো রিকশা যাচ্ছে না। বাস না থাকায় তারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে নিচ্ছে। তারা একটা ভাড়া চাচ্ছে, তার চেয়ে কিছুটা কম বললেই রিকশা চালকরা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যাবো না। লকডাউন বা বিধিনিষেধ যাই বলেন না কেন, অফিস খোলা রেখে গণপরিবহন শুধু বন্ধ করে কী লাভ হলো। আমাদের তো যেতেই হচ্ছে। আমাদের ভোগান্তির সুযোগ নিয়ে সিএনজি, রিকশাওয়ালারা দাপট দেখাচ্ছেন। আমরা বেশি ভাড়াতেই যেতে বাধ্য হচ্ছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীসহ দু’জনকে গুলি করে হত্যা

ওবায়দুল কাদেরের প্রশ্ন; সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকবে কেন

ব্রাহ্মণবাড়িয়ায় লিচুর বাগান পরিচর্যায় ব্যস্ত মালিকরা, আশানুরুপ ফলনের আশা

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি (ভিডিও)