রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শত্রুরা তর্জন-গর্জন আগেও করেছে, বাস্তবে তারা দুর্বল : আইআরজিসি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীদের মোকাবেলায় আইআরজিসি’র শক্তি বৃদ্ধিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র মুখপাত্র রামাজান শরীফ। তিনি বলেন, শত্রুরা তর্জন-গর্জন আগেও করেছে, বাস্তবে তারা দুর্বল। খবর পার্সটুডের।

তিনি ইরানের রাষ্ট্রীয় বেতারকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। শত্রুদের নানা হুমকি-ধমকি প্রসঙ্গে তিনি বলেন, শত্রুরা সব সময় নানা ধরণের তর্জন-গর্জন করেছে। কিন্তু গত ৪৩ বছরে তারা কিছুই করতে পারেনি। আর এই মুহূর্তে ইরান ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে।

তিনি বলেছেন, ইসলামী বিপ্লবেই আইআরজিসি’র জন্ম। গত ৪৩ বছরে সব সময় আইআরজিসিকে মার্কিনী, ইহুদিবাদী ও তাদের কোনো কোনো মিত্রের মোকাবেলা করতে হয়েছে। কাসেম সোলাইমানিকে হত্যা করেছে আমেরিকা, এছাড়া আরও হাজারো মানুষের মৃত্যুর জন্য তারা দায়ী। এর জন্য তাদের ভুগতে হবে।

এ জাতীয় আরও খবর