শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে বেশ কয়েকটি ইট ভাটাকে ৮৮ লক্ষ টাকা জরিমানা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কয়েকটি ইট ভাটার ছাড়পত্র সহ প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তর। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে পুলিশ, র‌্যাব-১৪, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সহযোগিতায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) অনুযায়ী  অবৈধভাবে পরিচালনা করার দায়ে এসব ইট ভাটাকে ৮৮ লক্ষ টাকা জরিমানা করা হয়।
ইটভাটা গুলো হলো জেলার বিজয় নগরের ভূঁইয়া ব্রিকস, ভাই ভাই ব্রিকস, ও হাজী ব্রিকস। এই তিন প্রতিষ্ঠানকে বারো লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া জেলার মক্কা এন্ড কোং, রয়েল ব্রিকস, আমানত ব্রিকস ১, নিউ মায়ের দোয়া ব্রিকস, ডিজিটাল ব্রিকস ২, নিহাদ ব্রিকস, ও বিবাড়িয়া ব্রিকস কে ছত্রিশ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া রনি ব্রিকস, তাহের ব্রিকস, এমবি কোং,  জনতা ব্রিকস, এনটিবিসি ব্রিকস, ঢাকা ব্রিকস, যমুনা ব্রিকস, ও হাবিব ব্রিকস এদেরকে চল্লিশ লক্ষ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কতৃপক্ষ। উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তরের এইসব অভিযানে উপরোক্ত জরিমানার অর্থ আদায় সহ ২০টি ইট ভাটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া সহ আংশিক ক্ষতিগ্রস্থ করা হয়।

এ জাতীয় আরও খবর