সোমবার, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশিত হতে যাচ্ছে হিলারির রাজনৈতিক থ্রিলার উপন্যাস

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কানাডীয় জনপ্রিয় লেখক লুইস পেনির সঙ্গে যৌথভাবে লেখা হিলারি ক্লিনটনের রাজনৈতিক থ্রিলার উপন্যাস প্রকাশিত হচ্ছে।

উপন্যাসটি আগামী অক্টোবরে বাজারে আসবে। পাবলিশার্স সিমন অ্যান্ড সাস্টার ও সেন্ট মার্টিনস প্রেস এ খবর জানিয়েছে।

তারা আরও বলছে, আগামী ১২ অক্টোবর থেকে বইটি পাওয়া যাবে। বইটির নাম ‘স্টেট অব টেরর’।-খবর এএফপি

এতে একের পর এক সন্ত্রাসী হামলায় বিশ্ব শৃঙ্খলা বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর প্রশাসনে একজন নতুন পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালনের গল্প তুলে ধরা হয়েছে।

এছাড়া এ উপন্যাসে ২০১৬ সালের মার্কিন নির্বাচন, রুশ-মার্কিন সম্পর্ক, রাজনীতির কুটচাল, নায়ক-ভিলেনসহ সবই থাকবে। হিলারির বর্ণনায় উঠে আসতে পারে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনসহ সমসাময়িক নানা চরিত্র।

হিলারি বলেছেন, লেখক লুইস পেনির সঙ্গে থ্রিলার লেখার বিষয়টি তার কাছে দারুণ ব্যাপার।

হিলারির স্বামী বিল ক্লিনটন দুই দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। তখন ফার্স্ট লেডি হিসেবে আট বছর হোয়াইট হাউসে কাটান হিলারি। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী হন। এক পর্যায়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন।

মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারি দাপটের সঙ্গে কাজ করেন। এছাড়া হিলারি ২০১৬ সালে ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন।

তবে তিনি জনিপ্রয় ভোটে এগিয়ে থেকেও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান।

এদিকে থ্রিলারধর্মী উপন্যাসে লুইস ইতিমধ্যে এক জনপ্রিয় নাম। ‘স্টেট অব টেরর’ বইতে তাঁর চিন্তার সঙ্গে হিলারি যুক্ত করবেন বিশ্ব কূটনীতির নানা জটিল বিষয়। নানা উত্তেজনাকর অধ্যায়।

পশ্চিমা বিশ্বে জনপ্রিয় পেনির গুরুত্বপুর্ণ বইগুলোর অন্যতম ইন্সপেক্টর আরমান্দ গ্রামাচ যা ৩১ টি ভাষায় অনূদিত ও বহু পুরস্কারে ভূষিত হয়েছে।

সূত্র : যুগান্তর