বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসে ৫০ বছর আগে হারানো আংটি খুঁজে পেলেন!

news-image

অনলাইন ডেস্ক : পঞ্চাশ বছর আগে আংটি হারিয়ে গিয়েছিল এক মার্কিন নারীর। সেটি ছিল তার বিয়ের আংটি। অবাক করা বিষয় হলো, ২০২১ সালে এসে ভালোবাসা দিবসে সেই আংটি তিনি খুঁজে পেলেন।

শনিবার সিএনএন জানায়, স্বামী রবার্ট, সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে ভালোবাসা দিবসে সেই আংটিটি প্যাকেট থেকে বের করেন কারেন অটেনরিথ। কয়েক যুগ আগে বিয়ের স্মৃতি বিজড়িত সেই আংটি।

মেয়ে মিশেলের ধারণকৃত ভিডিওতে দেখা যায়, রবার্ট অটেনরিথ সেই আংটি আবার তার স্ত্রীকে পরিয়ে দিয়েছেন, যেভাবে ৫৫ বছর আগে নববধূর হাতে পরিয়ে দিয়েছিলেন।

কারেন অটেনরিথ বলছেন, ‘খুশি, খুবই খুশি। আমি এটি বিশ্বাসই করতে পারছি না। সত্যিই এটি অসাধারণ।’

শিকাগো ট্রিবিউনকে তিনি জানান, ১৯৭৩ সালে এক শীতের দিকে শিকাগোর দাদি বাড়িতে আংটিটি হারিয়ে ফেলেছিলেন তিনি।

সেসময় প্রচণ্ড বরফ পড়ছিল। দাদি বাড়ির সামনেই তাদের গাড়িটি পার্ক করা ছিল। বরফে হাত জমে গিয়েছিল কারেনের। দ্রুত গাড়িতে উঠতে গিয়ে আংটিতে নিচে পড়ে গিয়েছিল, সেইসঙ্গে বরফের মধ্যে হারিয়ে যায়।

অনেক প্রচেষ্টার পরেও সোনার আংটিটি তিনি খুঁজে পেতে ব্যর্থ হন। কারেন ধরেই নিয়েছিলেন, চিরতরে সেই আংটি হারিয়ে গেছে, আর কখনো খুঁজে পাওয়া যাবে না।

এই ফেব্রুয়ারিতে শিকাগোর এক ব্যক্তি ফেসবুকে পোস্ট দেন যে, তার বিয়ের আংটিটি হারিয়ে গেছে, কেউ খুঁজে পেলে তাকে যাতে জানায়।

সেই পোস্টের কমেন্ট বক্সে এক নারী লেখেন, তিনি ছয় থেকে আট বছর আগে একটি সোনার আংটি খুঁজে পেয়েছেন।

তবে আংটিটি শিকাগোর ওই ব্যক্তির ছিল না। সেটি ছিল কারেনের ৫৫ বছর আগে হারিয়ে যাওয়া বিয়ের আংটি।

আর সারাহ বাটকা নামে ওই নারী এখন বাস করেন সেই বাড়িতে, যেটি একসময় ছিল কারেনের দাদির। বাড়ির সামনে বাগান করতে গিয়ে আংটি তিনি খুঁজে পান।

সেই কমেন্ট থেকে আংটিটির প্রকৃত মালিককে খোঁজা হয়। একপর্যায়ে শিকাগোর দুই ইতিহাসবিদ পুরোনো পত্রিকা, সরকারি নথিপত্র ঘেঁটে বের করেন কারেনের সেই আংটি হারানোর ঘটনা।

এরপর আংটিটি নিয়ে ফেসবুক পোস্ট দেওয়া হয়। আর কারেনের চোখেই পড়ে সেই পোস্ট। অবশেষে ৫৫ বছর আগে হারিয়ে যাওয়া আংটিটি ফিরে পেলেন তিনি।

এ জাতীয় আরও খবর

৪৮ বছরে বিদেশ গেছেন এক কোটি ৬৩ লাখ ১২ হাজার ৩২৪ জন

উপজেলায় শান্তিপূর্ণ ভোটে উপস্থিতি সন্তোষজনক : কাদের

জামিন পেলেন জবি শিক্ষক দ্বীন ইসলাম

৫৮ বলে ১৬৭, বিনা উইকেটে জিতল হায়দরাবাদ

প্রথম ধাপের উপজেলা নির্বাচনে জয়ী হলেন যারা

জুলাইয়ের প্রথম সপ্তাহে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা

পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অনেকাংশে সংযত করতে পেরেছি; সংসদে প্রধানমন্ত্রী

পুলিশ হেফাজতে মৃত্যু : ওসি, ডাক্তার ও জেল সুপারের বিরুদ্ধে মামলা

দুই পোলিং এজেন্টসহ তিনজনকে কারাদন্ড

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল

ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে মুসলিম দেশগুলোর ঐক্য প্রয়োজন : প্রধানমন্ত্রী